সম্প্রতি ‘বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও একাধিক ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে আলোচিত চার পুরুষ ও এক নারীকে তাদের কারণ ও মতামত বর্ণনা করতে দেখা যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, একটি স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
ভিডিওটির শিরোনামে ‘শর্ট ফিল্ম ২০২৫’ উল্লেখ করা হয়েছে। এছাড়া, দিশা ২৪ নামক এই ইউটিউব চ্যানেলটির বিবরণীতে গিয়ে দেখা যায়, চ্যানেলটিতে বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলা নাটক প্রদর্শন করা হয়ে থাকে।
পরবর্তীতে, ভিলেজ লাইফ ৩ নামক ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি প্রকাশিত পোস্টে ‘চার ভাইয়ের এক বউ, অতঃপর’ ক্যাপশনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিকে ‘রিল ক্রিয়টর’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি থেকে নিয়মিত বিনোদনমূলক কনটেন্ট প্রচার করা হয়।
উল্লেখ্য, পেজটিতে এমন দুটি পৃথক ভিডিও খুঁজে পাওয়া গেছে যেখানে আলোচিত ভিডিওটিতে থাকা দুইজন পুরুষ উক্ত নারীকে যথাক্রমে তার শ্যালিকা ও তার ছোট বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।
অর্থাৎ, পেজটি পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড।
সুতরাং, বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।