Sunday, July 27, 2025

অ্যানোনিমাস পেজ থেকে রহস্যময় পোস্ট, পেছনে বেটিং চক্র!

আরও পড়ুন

উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আরও পড়ুনঃ  ' ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানাল ইসরায়েল

তবে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ২০ জুলাই (রোববার) ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।’

দুর্ঘটনার পর ২১ জুলাই (সোমবার) ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।’

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে এক ধরণের আতঙ্ক-উদ্বিগ্নের কথাও প্রকাশ করেন।

তবে বিষয়টি বেশি দুর গড়ানোর আগের পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশি সাইবার বিশেষজ্ঞরা।

এ বিষয়ে প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান জানিয়েছেন, এই পেজটি মূলত অনলাইন বেটিং বা জুয়া সাইটসহ বিভিন্ন স্ক্যামিং কার্যক্রম পরিচালনা করে।

তাদের অনুসন্ধানে জানা গেছে, পেজটি চারজন ব্যক্তি পরিচালনা করছিলেন, যার মধ্যে দুইজন নাইজেরিয়ান এবং একজন আমেরিকান।

আরও পড়ুনঃ  ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, সবশেষ পরিস্থিতি যা জানা গেল

তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ইমরান ও তার দল পেজটির পরিচালকদের পরিচয় উন্মোচন করতেই তারা আইডিগুলো ডিয়েক্টিভেট করে দেয়। বর্তমানে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইমরান জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এমন গুজবে কান না দিয়ে সত্য তথ্য প্রচার করার জন্য।

অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির জানিয়েছেন, এই পেজটি কোনো অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সঙ্গে জড়িত নয় এবং এটি অনলাইন জুয়া প্রমোট করতেই ব্যবহৃত হচ্ছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ